বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে দেশের জন্য এক 'অপূরণীয় ক্ষতি' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার যে অসামান্য অবদান, তা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।" এই শোকের মুহূর্তে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান।
মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...