ফাইল ছবি।
বিজ্ঞাপন
শোকবার্তায় নরেন্দ্র মোদি বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এই অপূরণীয় শোক সইবার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে দান করেন।”
বাংলাদেশের উন্নয়নে বেগম জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সার্বিক উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”
২০১৫ সালে ঢাকা সফরের স্মৃতিচারণ করে মোদি আরও বলেন, “সে সময় বেগম জিয়ার সঙ্গে আমার যে উষ্ণ সাক্ষাৎ হয়েছিল, তা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আশা করি, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে ভবিষ্যতেও সঠিক পথ দেখাবে।”
শোকবার্তার শেষাংশে তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...