Logo Logo

ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জেলা বিএনপিকে জরিমানা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা কমিটিকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো. মনিরুজ্জামান এই দণ্ডাদেশ প্রদান করেন।


বিজ্ঞাপন


নির্বাচনী প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনী-১, ২ ও ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা এদিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এসময় নির্বাচনী ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ তোয়াক্কা না করে প্রার্থীদের সাথে পাঁচ জনের অধিক ব্যক্তি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত জনবল নিয়ে প্রবেশ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, "সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানকালে প্রার্থীর সাথে সর্বোচ্চ পাঁচ জন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। কিন্তু বিএনপি প্রার্থীরা এই সংখ্যা অতিক্রম করায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

তিনি আরও সতর্ক করে বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল দলকে আচরণবিধির বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো ধরনের বিধি লঙ্ঘন হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে ফেনী জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার ১৫ হাজার টাকা পরিশোধ করেন। তবে দলের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ফেনী জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং আচরণবিধি নিশ্চিত করতে জেলাজুড়ে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...