Logo Logo

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


Splash Image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার দলের প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতে ইসলামী দেশব্যাপী বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হলে ইনশাআল্লাহ সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য সমঅধিকার নিশ্চিত করে ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১০ দলীয় জোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটের যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেটির আলোকে সব কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল-৬ আসনে ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দিতে শিগগিরই গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...