Logo Logo

নোয়াখালী- ১ আসনে স্বতন্ত্রসহ ৮ প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন দাখিল


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ২৬৮ নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী চুড়ান্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন


নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সূত্রে জানা যায়, সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত মাওলানা মো: ছাইফ উল্যাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত মোঃ মশিউর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ মমিনুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত মোঃ নুরুল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত রেহানা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জহিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইফতেখার উদ্দিন।

চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাইমুড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নোয়াখালী ১ সংসদীয় আসন গঠিত।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪৮ হাজার সাতশত ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩১ হাজার চারশত ৫৪ জন এবং নারী ভোটার ২ লক্ষ ১৭ হাজার দুইশত ৬৮ জন।

চাটখিল উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার একশত ৪৮ জনের মধ্যে পুরুষ ১ লক্ষ ১৫ হাজার তিনশত ৪৭ জন এবং নারী ১ লক্ষ ৯ হাজার আটশত এক জন। সোনাইমুড়ী উপজেলায় ২ লক্ষ ২৩ হাজার পাঁচশত ৭৪ জনের মধ্যে পুরুষ ১ লক্ষ ১৬ হাজার একশত ৭ জন এবং নারী ১ লক্ষ ৭ হাজার চারশত ৬৭ জন।

এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৪১, এরমধ্যে চাটখিল উপজেলায় ৭২ এবং সোনাইমুড়ী উপজেলায় ৬৯।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...