বিজ্ঞাপন
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা মহানগরীর পল্লবী এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে সাদাফ হোসেন (৩৫) এবং খিলগাঁও ইস্ট গোরান এলাকার বাসিন্দা মৃত সরাফত আলীর ছেলে মাকসুদুর রহমান (৪৩)। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও তারা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের নিকটাত্মীয়। সাদাফ হোসেন প্রার্থীর ভায়রার ছেলে এবং মাকসুদুর রহমান তার ভাগ্নে জামাই বলে জানা গেছে।
ঝালকাঠি সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিল চলাকালে সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার (মামলা নং-০১) আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান- "মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তাদের গ্রেপ্তার করা হয়নি। মূলত পূর্বের একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"
উল্লেখ্য, এই আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী কার্যক্রমের শুরুতেই তার সমর্থকদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...