Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ৭৩ প্রার্থীর মনোনয়ন দাখিল


Splash Image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে নির্বাচনী মাঠ ক্রমেই জমে উঠছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এবিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে ১১ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের একাংশ) আসনে ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলায় ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং বাকি দুইটি আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় দলটির অভ্যন্তরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. এ. হান্নান, জামায়াতে ইসলামীর অধ্যাপক এ. কে. এম. আমিনুল ইসলাম, খেলাফত মজলিশের এস. এম. শহিদ উল্লাহ, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. শাহ আলম, ইসলামী আন্দোলনের হুসাইন আহমদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা ইসলাম উদ্দিন দুলালসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য এস. এ. কে. একরামুজ্জামান সুখনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) বিএনপির জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবী, জামায়াতে ইসলামীর মো. মোবারক হোসাইন, এনসিপির আশরাফ উদ্দিন মাহদি, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, জেএসডির তৈমুর রেজা মো. শাহজাদসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন অনেকই।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর আংশিক)

এখানে বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, জামায়াতে ইসলামীর মো. জোনায়েদ হাসান, জাতীয় পার্টির অ্যাডভোকেট রেজাউল ইসলাম, এনসিপির মোঃ আতাউল্লাহসহ ১৪ জন প্রার্থী নির্বাচনী দৌড়ে রয়েছেন। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও একাধিক ব্যক্তি মনোনয়ন দাখিল করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভুঁইয়া দুজনই মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার, জাতীয় পার্টির মো. জহিরুল হক খানসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনেও রয়েছে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)

এখানে বিএনপির আবদুল মান্নান, জামায়াতে ইসলামীর আবদুল বাতেন, জাতীয় পার্টির আরিফুল ইসলাম রুবেল, স্বতন্ত্র কাজি নাজমুল হোসেন, স্বতন্ত্র নজরুল ইসলাম ভুঁইয়াসহ ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)

সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে। গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, জামায়াতে ইসলামীর মোঃ মহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ উদ্দিন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. হাবিবুর রহমান, গন অধিকার পরিষদের সফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ সফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের মোঃ আবু নাসের, জেএসডি কে এম জাবির, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম এ খালেক, জেলা বিএনপির সহসভাপতি মেহেদী হাসান , শাহ মোঃ মুর্তজা আলী, আবু কায়েস সিকদার , জেলা বিএনপির সদস্য দেওয়ান মো. নাজমুল হুদা, জেলা বিএনপির সদস্য কাজী দবীর উদ্দিন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামালসহ মোট ১৫ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...