Logo Logo

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


Splash Image

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটনের সভাপতিত্বে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের কামাল ও ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আ. রাজ্জাক সিনিয়র এবং উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বজলু রহমান, অভিভাবক সদস্য কামরুজ্জামান লাল্টু, আলি হোসেনসহ অন্যান্য অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় স্থান অর্জনকারী প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...