Logo Logo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদপুর জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন


Splash Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা যুবদল।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন আলামিন ও হুমায়ুন কবির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান, মৎস্য বিষয়ক সম্পাদক গালিব হান্নান, সহ-সম্পাদক তানজিদ বাবুসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এ সময় মরহুমার রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...