বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তরুন কুমার জোয়াদ্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এবং সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান। আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধা লালন ট্রাস্টের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের পুত্র মুবাশশির বিন শহীদ ত্বাহা। শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অঞ্জলী শীল, বাহরুল ইসলাম ও লিমা আক্তার।
বক্তারা বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব। মেধা লালন ট্রাস্টের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বছর আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসা, মঠবাটী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ফসিয়ার রহমান মহিলা কলেজের মোট ১০৫ জন মেধাবী শিক্ষার্থী মেধা লালন ট্রাস্টের বৃত্তি লাভ করেন।
প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...