বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরগুনার এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজার সংলগ্ন খালগোড়া এলাকায় এ অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন ওয়াপদা রাস্তা কেটে গোলার মালবাহী টাফি ও ভারী যানবাহনের মাধ্যমে নিয়মিত বালু পরিবহন করে আসছেন। এতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে কাদাপানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ভারী যানবাহনের অবাধ চলাচলের ফলে পাকা রাস্তা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এতে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে অবৈধ বালু পরিবহন বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে পরীরখালসহ আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...