বিজ্ঞাপন
নিহত রায়হান শেখ পশ্চিম কাপুরা এলাকার কালাম শেখের ছেলে। তিনি ফরিদপুর কোতোয়ালি থানাধীন পশ্চিম কাপুরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান শেখ বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক যানবাহন শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।
এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...