Logo Logo

বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফিরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা


Splash Image

ছবি সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফিরে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন


মর্মান্তিক এই ঘটনাটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সালমান ফারসি। সে ভাতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সালমান ফারসি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। তবে গত এক মাস ধরে সে তুলনামূলকভাবে সুস্থ ছিল। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ করে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে বসতঘরের পাশের কাঠের তৈরি টয়লেটে প্রবেশ করে।

দীর্ঘ সময় পার হলেও সালমান টয়লেট থেকে বের না হওয়ায় তার মা একাধিকবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি ছেলেকে চিকন সাদা রঙের নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে সালমানকে উদ্ধার করে দ্রুত দুপুর দেড়টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমান ফারসিকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী সালমান ফারসির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...