Logo Logo

পরশুরামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের


Splash Image

ফেনীর পরশুরাম উপজেলায় জান্নাতুল ফেরদৌস (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


বিজ্ঞাপন


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ টেটেশ্বর গ্রামের বাসিন্দা বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মরদেহ নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান।

নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনিকুন্ডা গ্রামের মৃত বাবুল হোসেনের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের বাবার পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়; বরং জান্নাতুলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...