Logo Logo

গোপালগঞ্জে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টা ০৫ মিনিটে সদর থানার মেরী গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ফারুক আলমের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মেরী গোপিনাথপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শরীফ তৌহিদুল হকের হেফাজত থেকে লোহার তৈরি একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ৯.৫ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৬.১৮ গ্রাম। অবৈধ বাজারে এই অস্ত্রটির আনুমানিক মূল্য প্রায় ৫০,০০০ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত শরীফ তৌহিদুল হক গোপালগঞ্জ সদর থানার মেরী গোপিনাথপুর (শরীফপাড়া) গ্রামের মৃত শরীফ আঃ হক ও মৃত জাহানারা বেগমের ছেলে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোমধ্যে গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...