Logo Logo

গোপালগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩৮ প্রার্থী


Splash Image

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি আসন মিলিয়ে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এবার গোপালগঞ্জে বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা।

সংসদীয় আসন–২১৫ (গোপালগঞ্জ–১)

এই আসনে সর্বমোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম, সুলতান জামান খান (জাতীয় পার্টি), মোহাম্মদ মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কাবীর মিয়া (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ জাকির হোসেন (জনতা দল), মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নিরোদ বরন মজুমদার (কমিউনিস্ট পার্টি), মো. সেলিমুজ্জামান মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), আশরাফুল আলম (স্বতন্ত্র), ইমরান হোসাইন আফসারী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ কাইয়ুম আলী খান (স্বতন্ত্র), মোহাম্মদ প্রিন্স আল-আমিন (এবি পার্টি) এবং নাজমুল আলম (স্বতন্ত্র)।

সংসদীয় আসন–২১৬ (গোপালগঞ্জ–২)

এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। তারা হলেন— কামরুজ্জামান ভূঁইয়া (স্বতন্ত্র), এম. এইচ. খান মঞ্জু (স্বতন্ত্র), সিপন ভূঁইয়া (স্বতন্ত্র), রনি মোল্লা (স্বতন্ত্র), শাহ মফিজ (গণফোরাম), কে. এম. বাবর (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), তসলিম সিকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শুয়াইব ইব্রাহিম (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ (স্বতন্ত্র), উৎপল বিশ্বাস (স্বতন্ত্র), মাহমুদ হাসান (জাকের পার্টি), দীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ) এবং মশিউর রহমান (স্বতন্ত্র)।

সংসদীয় আসন–২১৭ (গোপালগঞ্জ–৩)

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন প্রার্থী। তারা হলেন— আবুল বশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ), মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম জিলানী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), এম. এম. রেজাউল করিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আরিফুল দাড়িয়া (জাতীয় নাগরিক পার্টি), শেখ সালাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), আ. আজিজ (বাংলাদেশ খেলাফত মজলিস), হাবিবুর রহমান (স্বতন্ত্র), গোবিন্দ চন্দ্র প্রামানিক (স্বতন্ত্র—জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব), রওশন আরা (স্বতন্ত্র—এস এম জিলানীর স্ত্রী ও গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম) এবং আলী আহমেদ (খেলাফত মজলিস)।

জেলা নির্বাচন কার্যালয় জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

বহু দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে গোপালগঞ্জের তিনটি আসনেই এবার উত্তাপ ছড়ানো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...