Logo Logo

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড


Splash Image

নালিতাবাড়ী ভোগাইনদী হাতিপাগার গোদারাঘাট এলাকায় টুকরি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে পাঁচ জনকে বিনাশ্রম কারাদন্ড ও একজন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার হাতিপাগার এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। এসময় ৪ ব্যক্তিকে ৭ দিনের, ১ ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন তন্তর এলাকার ১) মোঃ শামীম মিয়া (২১), ৭ দিন ২) মোঃ সোহাগ মিয়া (১৮), ৭ দিন, ৩) মোঃ সজীব মিয়া (২২) ৭ দিন, ৪) মোঃ দুলাল মিয়া (৩৩) ১০ দিন, ৫) সিরাজুল ইসলাম (৩৫) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড। এবং কালাকুমা এলাকার ৬) মোঃ মজনু মিয়া (২২) ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...