Logo Logo

পাইকগাছায় খালেদা জিয়া'র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

খুলনার পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার লস্কর যুব মুক্তি সংঘ চত্বরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভা ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলতাফ হেসেন গাজী। বিএনপি নেতা মিজান গাজীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স. ম. আনোয়ারুল কাদির, আয়ুব আলী মোল্লা, মোস্তাকিম গাজী, মুজিবর রহমান গাজী, খানজাহান আলী, মাওলাদ হোসেন, আব্দুল খালেক গাইন, আজিজ গাইন, মোয়াজ্জেম হোসেন, হুসাইন জোয়াদ্দার, কবির আহমেদ, খানজু মোল্লা, বিল্লাল হোসেন, প্রসেনজিৎ বাছাড়, যুব মুক্তি সংঘের সম্পাদক শাওন আহমেদ বাদশা, বায়েজিদ গোলদার, রায়হান শরীফ, শোয়েব আহমেদ, হারুন গোলদার, নাজমুল হাসান, রাজু আহমেদ, মুশফিকুর রহমান, জুয়েল আহমেদ, নুরুজ্জামান, আরাফাত রহমান ও রায়হান গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের রাজনীতিতে তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আশিকুজ্জামান।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...