বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান সরদার আয়াজ সাদিক।
পোস্ট অনুযায়ী, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন।
এদিকে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ লাখো সাধারণ মানুষ অংশ নেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে ইমামতি করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...