Logo Logo

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা


Splash Image

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


বিজ্ঞাপন


নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বাদল বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা। অতীতের সকল গ্লানি, দুঃখ ও হতাশা পেছনে ফেলে নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাবে সকলের জীবন—এটাই আমাদের প্রত্যাশা।

অপরদিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা বলেন, পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাবে। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় মনোহরদী উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হোক—এ কামনা করেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...