বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের আনুমানিক ৫০০ গজ পূর্বে মহাসড়কের ভবুকদিয়া-নারায়ণখালী ব্রিজের নিচে এই হত্যাকাণ্ড ঘটে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের হাত ও পা শক্ত রশি দিয়ে বাঁধা ছিল এবং মুখমণ্ডল কসটেপ দিয়ে প্যাঁচানো ছিল। নিহতের গলায় গভীর ক্ষত চিহ্ন দেখে প্রতীয়মান হয় যে, তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর ঘাতকরা নির্জন এই ব্রিজের নিচে লাশ ফেলে রেখে গেছে।
নগরকান্দা থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...