Logo Logo

নালিতাবাড়ীতে বই উৎসব, প্রাথমিকে শতভাগ পূর্ণ হলেও মাধ্যমিকে বই সংকট


Splash Image

নতুন বই পেয়ে আনন্দিত প্রাথমিকের শিক্ষার্থীরা।

নতুন বছরের প্রথম দিনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বই উৎসব। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত হলেও মাধ্যমিক পর্যায়ে বইয়ের ঘাটতি দেখা দিয়েছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২২ শতাংশ বই এখনো না আসায় সব শিক্ষার্থীর হাতে সব বিষয়ের বই পৌঁছানো সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক পর্যায়ে চাহিদার শতভাগ বই সময়মতো সরবরাহ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা বেগম জানান, "প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে আমরা শতভাগ বই বিতরণ করতে পেরেছি। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত।"

প্রাথমিকে সফলতার চিত্র থাকলেও মাধ্যমিকের চিত্রটি কিছুটা ভিন্ন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলায় ৩৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট বইয়ের চাহিদা ছিল ১ লক্ষ ৯১ হাজার ৩০০টি। এর বিপরীতে এখন পর্যন্ত বই পৌঁছেছে ১ লক্ষ ৪৯ হাজার ৫০০টি, যার ফলে এখনো ৪১ হাজার ৮০০টি বই আসা বাকি রয়েছে। সেই হিসেবে এখন পর্যন্ত ৭৮ শতাংশ বই বিতরণ সম্পন্ন হয়েছে এবং চাহিদার প্রায় ২২ শতাংশ বইয়ের ঘাটতি রয়ে গেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, অষ্টম শ্রেণির কোনো বই-ই এখন পর্যন্ত উপজেলায় এসে পৌঁছায়নি। ফলে এই শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিন খালি হাতেই বাড়ি ফিরেছে।

মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই অবশিষ্ট বইগুলো আসার সম্ভাবনা রয়েছে। বই হাতে পাওয়ামাত্রই তা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...