Logo Logo

সালথায় ‘অপারেশন ডেভিল হান্ট’ : আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার


Splash Image

ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন- সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সালথা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে। এই বিশেষ অভিযানের অংশ হিসেবেই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”

গ্রেপ্তারকৃত দুই নেতাকে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...