Logo Logo

ফরিদপুরের বিশিষ্ট ‌ ভাগবতপাঠক গোবিন্দ লাল দাসের পরলোকগমন


Splash Image

ফরিদপুরের বিশিষ্ট ভাগবতপাঠক ও শহরের শিংপাড়া নিবাসী গোবিন্দ লাল দাস (৭৮) পরলোকগমন করেছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সকালে তার মরদেহ সর্বপ্রথম প্রভু জগদ্বন্ধু সুন্দরের আঙিনায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরদেহটি অম্বিকাপুর মহাশ্মশানে নেওয়া হলে সেখানে হাজারো মানুষের উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয়। ধর্মীয় রীতি অনুযায়ী সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

গোবিন্দ লাল দাসের মৃত্যুতে ফরিদপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একজন নিষ্ঠাবান ভাগবতপাঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...