বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ফরিদপুর–রাজবাড়ী মহাসড়কের ধুলদি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন ফরিদপুর কোতোয়ালি থানার কানাইপুর পোস্টের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত মালেক বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনি নসিমন নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৬৬৪৩) রাজবাড়ীর দিকে যাওয়ার পথে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করে মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও নসিমন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...