Logo Logo

ফরিদপুরে ‌ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


Splash Image

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কাউসার হোসেন (৪০) নামে একজন নসিমনচালকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ফরিদপুর–রাজবাড়ী মহাসড়কের ধুলদি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন ফরিদপুর কোতোয়ালি থানার কানাইপুর পোস্টের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত মালেক বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনি নসিমন নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৬৬৪৩) রাজবাড়ীর দিকে যাওয়ার পথে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করে মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও নসিমন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...