বিজ্ঞাপন
শুক্রবার বাদ মাগরিব ঠাকুরগাঁও রোড থ্রী হুইলার ও পাগলু মালিক - শ্রমিক যৌথ সমাবায় সমিতির অফিসে আয়োজিত অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.ইন্তাজুল হক ও ঠাকুরগাঁও রোড থ্রী হুইলার ও পাগলু মালিক - শ্রমিক যৌথ সমাবায় সমিতির সভাপতি মো.সেলিম ও সাধারণ সম্পাদক মো.আয়নাল সহ প্রমুখ।
মাগরিবের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও রোড থ্রী হুইলার ও পাগলু মালিক - শ্রমিক যৌথ সমাবায় সমিতির আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে অএ সংগঠনের ড্রাইভার,মালিক সহ আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরীক হন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে আজ দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...