Logo Logo

খালেদা জিয়ার নামাঙ্কিত ফ্রিজিং ভ্যানে করে এলাকায় ফিরলো প্রবাসী মোখলেসের মরদেহ


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে একটি ফ্রিজিং ভ্যানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কৌতূহল ও আবেগঘন পরিস্থিতি।


বিজ্ঞাপন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে পরিচিত একটি ফ্রিজিং ভ্যানে করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী কাজী মোখলেসুর রহমানের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়।

জানা গেছে, মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া কাজী বাড়ির মরহুম কাজী মোহাম্মদ উল্লার ছেলে কাজী মোখলেসুর রহমান দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন। প্রবাসে অবস্থানকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরে তার মরদেহ কফিনে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো হলে সেখান থেকে একটি বিশেষ ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি ফেনীর ফুলগাজীতে আনা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যে ফ্রিজিং ভ্যানে মরদেহটি বহন করা হয় সেটি মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যবহারের জন্য বা তার নামে পরিচালিত কোনো বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এলাকায় পরিচিত। নেত্রীর নাম ও ছবি সংবলিত গাড়িটি এলাকায় প্রবেশ করলে এক নজর দেখার জন্য স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

এলাকাবাসীর অনেকেই আবেগ প্রকাশ করে বলেন, “প্রিয় নেত্রী নিজে উপস্থিত না থাকলেও তার নামাঙ্কিত গাড়িতে করে আমাদের এলাকার এক কৃতি সন্তান শেষবারের মতো নিজ বাড়িতে ফিরেছেন।”

মরদেহ কমুয়া গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কাজী মোখলেসুর রহমানকে দাফন করা হয়।

প্রবাসে কর্মরত এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...