Logo Logo

ফরিদপুর ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত


Splash Image

ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে কাজী আকিমদ্দিন (৭৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা রেলক্রসিং এলাকায় ভাইটা পাড়া–ভাঙ্গাগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহত কাজী আকিমদ্দিন একই এলাকার মৃত হোসেন কাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রবণ প্রতিবন্ধিতায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন আকিমদ্দিন। পরে ব্রাহ্মণকান্দা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ভাঙ্গাগামী চলন্ত ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত কাজী আকিমদ্দিন তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...