বিজ্ঞাপন
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়ন বিভিন্ন ত্রুটির কারণে স্থগিত করা হয়।
তিনি জানান, মনোনয়ন দাখিলের সময় ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকারনামা সংযুক্ত না থাকা, হলফনামার প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর না থাকা এবং স্থাবর সম্পত্তির তথ্য শূন্য দেখানোর মতো অসঙ্গতি পাওয়া গেছে। এসব কারণে তার প্রার্থিতা আপাতত বৈধ ঘোষণা করা হয়নি।
তবে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও ত্রুটি সংশোধন সাপেক্ষে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ রয়েছে।
এদিকে মনোনয়ন স্থগিতের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এখন আপিলের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...