বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের কবি জসীমউদ্দিন হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) হাসান বিন মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। তবে কেবল সরকারি সেবা নয়, সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আত্ম-অনুসন্ধান করতে হবে। অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হোক আজকের দিনের অঙ্গীকার।"
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ডায়াবেটিস সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ সামাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন এবং বাংলাদেশ মুখ ও বধির সংস্থার সভাপতি শামসুল ইসলাম আল বরাটি।
বক্তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডে বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আর্তমানবতার সেবায় ফরিদপুর জেলা বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে আসছে এবং সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর শহর সমাজসেবা অফিসার এ এস এম সুজাউদ্দীন রাসেদ। সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...