Logo Logo

ফরিদপুর- ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল ৫


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।


বিজ্ঞাপন


আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল প্রার্থী সশরীরে উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ফরিদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে দেখা যায়, ৫ জন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে। এর ফলে আইন অনুযায়ী তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীও রয়েছেন।

অন্যদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীসহ মোট ৫ জনের মনোনয়নপত্র সকল দিক থেকে সঠিক পাওয়ায় তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা সাংবাদিকদের বলেন, "আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করেছি। যাদের কাগজপত্রে ত্রুটি পাওয়া গেছে, শুধুমাত্র তাদেরই প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকি ৫ জন প্রার্থী এখন বৈধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করলেন।"

উল্লেখ্য, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...