Logo Logo

ফরিদপুরে অটোরিক্সা চালক ফারুক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি শামীম গ্রেপ্তার


Splash Image

ফরিদপুরে অটোরিক্সা চালক ফারুক তালুকদার (৪০) হত্যা ও অটোরিক্সা ছিনতাই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীমকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত শামীম রাজবাড়ী সদর উপজেলার বারইপাড়া গ্রামের সাদেকের ছেলে। এলাকায় তিনি 'ভাগ্নে শামীম' নামে পরিচিত।

র‍্যাব-১০ জানায়, গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল শনিবার বেলা ১২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকায় অবস্থান নেয়। সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিক্সা নিয়ে বের হন চালক ফারুক তালুকদার। আসামিরা যাত্রীবেশে তাকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে। পথিমধ্যে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে আসামিরা ফারুককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং তার অটোরিক্সাটি ছিনতাই করে পালিয়ে যায়।

ওই রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তীকালে নিহত ফারুকের ভাই মো. হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামি শামীমকে দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২ ধারা তৎসহ ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি দণ্ডবিধির ৩৯৪ ধারা তৎসহ ৩৪ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...