Logo Logo

গোপালগঞ্জে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬


Splash Image

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


র‍্যালিটি গোপালগঞ্জ সমাজসেবা ভবন থেকে শুরু হয়ে এনএসআই ভবন মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

দিবসটির প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় গরিব ও দুঃখী মানুষের সেবার মাধ্যমে সমাজে একটি অনন্য ভূমিকা রেখে চলেছে। তিনি সমাজসেবার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এসময় সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহজেই পৌঁছানো যায় এবং কার্যকরভাবে সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, জনগণের সেবা করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন।

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজসেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...