Logo Logo

শেরপুর- ২ আসনে ৫ প্রার্থীর মাঝে মনোনয়ন বৈধতা পেলেন ২ জন


Splash Image

শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মাত্র দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুইজনের মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত চলা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’য় এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-২ সংসদীয় আসন (১৪৪) থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই কারণে এবং দলীয় মনোনয়ন না থাকায় ইলিয়াস খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ঋণ খেলাপি হওয়ায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইন ও বিধি অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে এবং প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে শেরপুর-২ আসনের নির্বাচনী মাঠে প্রার্থীর সংখ্যা কমে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...