বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, গোপালগঞ্জ-৩ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোবিন্দ চন্দ্র প্রামানিক, রওশন আরা ও হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এস এম জিলানী, গণঅধিকার পরিষদ মনোনীত আবুল বশার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মারুফ শেখ, জাতীয় নাগরিক পার্টি মনোনীত মো. আরিফুল দাড়িয়া, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত শেখ সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আ. আজিজ, গণফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস, খেলাফত মজলিস মনোনীত আলি আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এম এম রেজাউল করিম।
যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ হতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জমা দেওয়া স্বাক্ষরের যথার্থতা না থাকায় তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া নতুন ব্যাংক হিসাব নম্বর সংযুক্ত না থাকায় গণফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস এবং হলফনামায় সম্পদের হিসাব উল্লেখ না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আ. আজিজের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ সাপেক্ষে স্থগিত হওয়া মনোনয়নগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ-১ এবং দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...