Logo Logo

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৯ দশমিক ৮ শতাংশ


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতাধীন বিভিন্ন একাডেমিক ভবনসহ ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত স্কুল ও কলেজে নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি কেন্দ্রে সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪১টি কক্ষে মোট ১২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থাপনা করা হয়। বাকৃবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ হাজার ১৬১ জন। এতে উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৮ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে বাকৃবি কেন্দ্রের একাধিক অঞ্চল ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

পরীক্ষা-পরবর্তী প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীরা নির্বাচিত হবে এবং ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...