Logo Logo

পাইকগাছায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

খুলনার পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইকগাছা পৌরসভা যুবদলের উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


বিজ্ঞাপন


পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। পৌরসভা যুবদলের সদস্য সচিব জি এম আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বি এম হাফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক এবং যুগ্ম আহবায়ক রাজীব নেওয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাশেদুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনি, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. তূর্য, যুবদল নেতা রমজান হোসেন রাব্বি, রাসেল হোসেন রাজা, বেল্লাল মীর ও নাজমুল হুসাইন বাপ্পি।

দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন আসাফুর জামান তুহিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল গাজী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী, সাংগঠনিক সম্পাদক মামুন গাজীসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মাইলফলক স্থাপন করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাইকগাছার এই দোয়া মাহফিল মূলত তাঁর প্রতি তৃণমূল নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...