বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম. আনিসুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থী এম. আনিসুল ইসলাম মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামের সন্তান। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তার নির্বাচনী লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন।
এম. আনিসুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। গোপালগঞ্জ-১ সংসদীয় আসনের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন তার প্রধান অগ্রাধিকার। এর মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, খাল ও নদী সচল করা, নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং সড়কবাতি স্থাপন।
তিনি আরও জানান, নারী উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের সামাজিক নিরাপত্তা ভাতা সঠিকভাবে প্রদান নিশ্চিত করা তার লক্ষ্য। পাশাপাশি কৃষক, শ্রমিক ও মৎস্যজীবীদের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষা বিস্তার ও ক্রীড়া উন্নয়নেও ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করে এম. আনিসুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে গিয়ে বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। আধুনিক এই সময়ে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং যেকোনো নাগরিকের অধিকার রক্ষায় সহায়তা করতে তিনি সদা প্রস্তুত থাকবেন বলে আশ্বাস দেন।
সবশেষে তিনি বলেন, এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য গোপালগঞ্জ-১ আসনের ভোটারদের ভোট, দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...