Logo Logo

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কটিয়াদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মালেক আল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের সহযোগী অধ্যাপক মইন উদ্দীন আহম্মেদ আব্বাসী, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসিনা হক রুমা, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়া এবং পশ্চিম রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বাদল প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা এবং ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...