Logo Logo

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও সাধারণ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ-এর জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "জনসেবাই আমাদের মূল লক্ষ্য। মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফেরাত কামনায় আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় এই চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী আমির ইউসুফ এবং ফারিয়ান ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. মুস্তাফিজুর রহমান শামীম ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে মোট ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে মেডিসিন ও বাতব্যথা চিকিৎসা, গাইনি ও শিশু সেবা, বিভিন্ন প্যাথলজি পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং চশমা সরবরাহ করা হয়।

এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকার আগারগাঁওয়ের লায়ন আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল এবং ফরিদপুর আলিপুরের আল আকসা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার। বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ঔষধ পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...