বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) সকালে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লার উদ্যোগে পাঞ্জুপাড়াস্থ তার নিজ বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উপকূলীয় এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে বিএনপির এই মানবিক উদ্যোগ।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকারভোগী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কুদ্দুস মিয়া বলেন, “এই কনকনে শীতে শীতবস্ত্র পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। শীতের কারণে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছিল। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
আরেক উপকারভোগী মোমেনা বেগম বলেন, “শীতবস্ত্র পেয়ে অনেক স্বস্তি পেয়েছি। শীতের রাতে কষ্ট কমবে। আমাদের মতো অসহায় মানুষের কথা যারা চিন্তা করেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।”
এ বিষয়ে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লা বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করছি।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় সচেতন মহলও বিএনপির এই মানবিক কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...