বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলার খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব প্রফেসর এ ওয়াই এম ডি জাফর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মু. আবু তৈয়ব এবং সঞ্চালনা করেন আবু ছালেহ সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিলের সচিব অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে ডা. কৌশিক সায়মন শুভ, অধ্যাপক ইন্দ্রজিত কর, অধ্যাপক ভগিরথ দাশসহ বিভিন্ন শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বৃত্তি তহবিলের আওতায় দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার যথাযথ মূল্যায়ন শেষে নির্বাচিত ২৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ বৃত্তির পুরস্কার ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাইজভাণ্ডারীয়া দর্শনের মূল শিক্ষা হলো মানবতা, জ্ঞানচর্চা ও নৈতিকতার বিকাশ। শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদানের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তারা শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিক আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদক- সাইফুল ইসলাম, চট্টগ্রাম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...