Logo Logo

মাগুরায় ইছাক-আবিরন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি, স্কুল ব্যাগ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত


Splash Image

প্রতিবছরের ন্যায় এবারো মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইছাক-আবিরন ফাউন্ডেশনের উদ্যোগে দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সার্টিফিকেট, শীতবস্ত্র (রঙিন সোয়েটার) ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে ০৪ জানুয়ারি রবিবার সকালে দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস এর সাবেক পরিচালক ড. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে দোসতিনা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বিল্লুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ বাড়ৈই এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো মমিনুর রহমান, পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইছাক-আবিরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম বলেন, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উৎফুল্ল রাখতে ইছাক-আবিরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা সামগ্রী ও মেধাবৃত্তি প্রদান করেছি। ২০২০ সালের পর থেকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আগামীতেও এই সহযোগীতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ স্বেচ্ছাসেবী সংগঠনের এমন শিক্ষাবান্ধব উদ্যোগের বয়সী প্রশংসা করে সাধুবাদ জানান। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর ও শিশুদের পড়াশোনায় আরো দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...