বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই ও কম্বল তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, সাংবাদিক আজমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সঠিক পরিচর্যা ও মানসম্মত শিক্ষার সুযোগ পেলে সমাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়। তাদের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
বক্তারা প্রতিবন্ধীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...