বিজ্ঞাপন
রোববার (৪ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ি সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলা এলাকার সোয়াইবা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের পূর্ব পাশে নাকুগাঁও থেকে মধুটিলাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— নালিতাবাড়ি উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ এবং সমচুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
জামালপুর র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, সীমান্ত এলাকায় ভারতীয় বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪-এর একটি চৌকস দল নির্ধারিত স্থানে অভিযান চালায়। অভিযানের সময় দুই মাদক কারবারির কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৪ নিশ্চিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...