বিজ্ঞাপন
৪ জানুয়ারি রোববার দুপুর ১২টায় ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ফলাফল ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন(বিএনপি), মো. মোস্তফা কামাল (জামায়াতে ইসলামী), মো. মিজানুর রহমান(জাপা), আম জনতার দলের জালাল উদ্দিন রুমি এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর আবুল কালাম।
অন্যদিকে সম্পদের বিবরণীতে আয়কর রিটার্ন সংক্রান্ত গড়মিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ভোলা-৪ সংসদীয় আসনটি জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশন ও মনপুরা নিয়ে গঠিত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...