Logo Logo

খালেদা জিয়ার কবরে বাউবি উপাচার্যের শ্রদ্ধা


Splash Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।


বিজ্ঞাপন


রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, কোষাধ্যক্ষ আবুল হাসান মো. শামীম, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের পরিচালকরা।

এ ছাড়া জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আনিসুর রহমান, অধ্যাপক তানভীর আহসান, অধ্যাপক আবু তালেব, অধ্যাপক সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক আদনান আরিফ সলিম প্রমুখ।

জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শরীফ শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম। পাশাপাশি যুগ্ম পরিচালকদের মধ্যে মো. হুমায়ুন কবির খান, সালাউদ্দিন ভুঁইয়া, জাহাঙ্গীর হোসেন পাইক, বোরহান উদ্দিন, মো. আনিসুল করিম এবং সহকারী পরিচালকদের মধ্যে মো. আলমগীর কবীর, মো. আশরাফুল হক, মোহাম্মদ একরাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মো. সাখাওয়াত হোসেন ও মো. জাকিরুল ইসলাম সরকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...