বিজ্ঞাপন
রোববার (৪ জানুয়ারি) নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র ও দাখিলকৃত তথ্যাদি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষে এডভোকেট এস.এম. কামাল উদ্দিনের মনোনয়নপত্রকে সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। এছাড়া জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ফেনী-১ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে এই আসনের জনগণ ন্যায়, সততা ও আদর্শের পক্ষে ঐক্যবদ্ধভাবে তাদের রায় প্রদান করবেন।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এবং দলটি বরাবরই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখায় বিশ্বাসী। এডভোকেট এস.এম. কামাল উদ্দিনের প্রার্থিতা বৈধ হওয়ার মাধ্যমে নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...