Logo Logo

রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার


Splash Image

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউপিস্থ আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একদল অপরাধী ওই গহীন পাহাড়ে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্র তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়।

রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের সমন্বয়ে গঠিত এই যৌথ দলে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম। অভিযানে আরও অংশ নেন এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই মিলন বড়ুয়া, এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। সোমবার সকাল ০৬:৩০ ঘটিকার সময় তারা লক্ষ্যস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।

অভিযানস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহভাজন ব্যক্তি গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ সেখান থেকে অস্ত্র তৈরির একটি বড় ভাণ্ডার জব্দ করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেক, ১টি শান দেওয়ার মেশিন, ১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সরঞ্জামাদি সকাল ০৮:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, "ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।"

পাহাড়ি এলাকায় অপরাধীদের দমনে পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...