বিজ্ঞাপন
ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মিজানুর রহমানের উপস্থিতিতে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিঃ) জব্বার হোসেন হক ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিরা হলেন: ১. মোঃ মহসীন খান সবুজ (৫০), পিতা-মৃত হাফিজার খান, সাং-গোপালপুর। ২. মোঃ ইয়াদ আলী খান (৫৫), পিতা-মৃত হাতেম খান, সাং-গোপালপুর পশ্চিম পাড়া। ৩. মোঃ সাদ্দাম আলী (৩১), পিতা-সৈয়দ আক্কেল আলী, সাং-বাজড়া। ৪. মোঃ জয়নাল পারভেজ (৪২), পিতা-মৃত আব্দুর রউফ মোল্লা, সাং-কামারগ্রাম। ৫. নজরুল ইসলাম (৪৮), পিতা-আব্দুর জলিল মিয়া, সাং-আলফাডাঙ্গা। ৬. মোঃ হাসিবুল হাসান জসিম (২৬), পিতা-মোঃ হারেজ মোল্লা, সাং-মীরাকান্দা (সালথা)। ৭. শাহিন খান ওরফে শাহাদাত (২৫), পিতা-হাচান খান, সাং-পূর্ব ভবদিয়া (রাজবাড়ী সদর)।
অভিযান চলাকালে ডিবি পুলিশ ৬টি চোরাই গরু উদ্ধার করে এবং জব্দ তালিকা প্রস্তুত করে। তবে অভিযানের সময় আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিরা হলেন শরীয়তপুর জেলার পালং মডেল থানার চরপালং গ্রামের বিপ্লব (৩৫) এবং সখিপুর থানার হুমায়ন কবির খোকন (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে ফরিদপুর ও আশেপাশের জেলাগুলোতে গরু চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জেলা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...